শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
এক দফা দাবিতে নার্সদের পতাকা মিছিল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিসিক মুদ্রণ শিল্পনগরী স্থাপন প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ ও চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বিজিবি সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ী দলকে যুব ও ক্রীড়া উপদেষ্টার ফুলেল শুভেচ্ছা বাড়ছে পদ্মার পানি, বন্যার আতঙ্ক রাজশাহীতে টেক্সটাইল করপোরেশন পরিদর্শন করলেন বস্ত্র ও পাট উপদেষ্টা দূষণ নিয়ন্ত্রণে সহযোগিতা বৃদ্ধি করবে বিশ্বব্যাংক : পরিবেশ উপদেষ্টা “যুব ও ক্রীড়া উপদেষ্টার ঝটিকা সফর” স্বচ্ছতা নিয়ে কাজ করার আহ্বান উপদেষ্টা এম সাখাওয়াতের

টাইম স্কয়ারে বঙ্গবন্ধুর ১০০তম জন্মেৎসব উদযাপিত হবে


 

তোফাজ্জল লিটন – নিউ ইয়র্কের টাইম স্কয়ারে বঙ্গবন্ধুর শততম জন্মোৎসব উদযাপন করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একুশে ফেব্রæয়ারি গানের গীতিকার ও  রাজনীতি বিশ্লেষক আব্দুল গাফ্ফার চৌধুরী।  প্রধান বক্তা হিসাবে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র অবৈতনিক তথ্য-যোগাযোগ ও  প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বঙ্গবন্ধুর শততম জন্মোৎসব সফল করার জন্য দলে সভাপতি ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে কাজ শুরু হয়েছে। ২০২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর শততম জন্মদিন। 

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, টাইম স্কয়ারে চার ঘন্টাব্যাপী বঙ্গবন্ধুর ১০০তম জন্মেৎসব উদযাপিত হবে। টাইম স্কয়ারের কেন্দ্র দুইশত ফুট উপরে আলোক সজ্জার মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুটিয়ে তোলা হবে। বিলবোর্ডে ভেষে উঠবে বঙ্গবন্ধুর ছবি। গাওয়া হবে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত অৎ¯্র গান। মূল আলোচনা অনুষ্ঠানটি হবে টাইম স্কয়ারের নিকটের এক পাঁচতারকা হোটেলে। 

সিদ্দিকুর রহমান আরো বলেন, লন্ডনে বসবাসরত আব্দুল গাফফার চৌধুরীকে আমন্ত্রন জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডক্টর নূর নবী । তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন। এই অনুষ্ঠান সফল এবং সার্থক করার ল¶্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দিন রাত কাজ করছেন । আমার বিশ্বাস আমরা বিশ্ববাসিকে দেখিয়ে দিতে পারবো বাংলাদেশের মানুষ তাঁর জাতীর জনককে কতোটা ভালোবাসে। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন উপল¶ে বাংলাদেশে  দু’টি কমিটি গঠন করা হচ্ছে। একটি উচ্চ পর্যায়ের নাগরিক কমিটি, অপরটি আওয়ামী লীগের।বছরব্যাপী এ কর্মসূচি পালনে জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামকে প্রধান করে একটি উচ্চ পর্যায়ের নাগরিক কমিটি গঠন করা হয়েছে। এতে সদস্য সচিব হিসেবে আছেন সাবেক মুখ্যসচিব কবি ড. কামাল আবদুল নাসের চৌধুরী। আওয়ামী লীগের কমিটিতে সভানেত্রী শেখ হাসিনাকে চেয়ারম্যান ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সদস্য সচিব করা হয়েছে। 
২০২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন থেকে শুরু হয়ে শেষ হবে ২০২১ সালের ২৬ মার্চ ¯^াধীনতার সুবর্ণজয়ন্তীতে। শেখ হাসিনা ২০২০ সালকে ‘মুজিব বর্ষ’ হিসেবে উদযাপনের ঘোষণা দিয়েছেন। উল্লেখ্য করা যেতে পারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গীপাড়য় জন্মগ্রহণ করেন। তাঁর সুযোগ্য নেতৃত্বে ৯মাস যুদ্ধের পর ১৯৭১সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ অর্জন করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 ithostseba.com
Design & Developed BY Hostitbd.Com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com