মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৯:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
শেখ রাসেলের ৬১তম জন্মদিন পালনের আহ্বান আ.লীগের ৩ দিনব্যাপী জলবায়ু অর্থায়ন, প্রকল্প ধারণাপত্র ও আর্থিক প্রস্তাবনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জনগনের সেবায় নিয়োজিত বোয়ালিয়া পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা বাংলাদেশ ক্লাইমেট অ্যাকশন ফোরাম ২০২৪ অনুষ্ঠিত লোভ লালসার ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণে সারাজীবন কাজ করেছি : আলাউদ্দিন নাসিম মুলাদীর বোয়ালিয়া নির্বাসী ইয়াছিন হাওলাদারের পরিবার মেজবাহ উদ্দিন গংদের হয়রানীর শিকার মুলাদীর বোয়ালিয়ার জুলেখা বেগম জমি বিক্রি করে প্রতি পক্ষ জাফর ও আমির কর্তৃক হয়রানির শিকার এলজিইডি ক্রিলিকের পাইলট নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন আমরা ব্যর্থ হলে জনগণ হতাশ হবে : স্থানীয় সরকার উপদেষ্টা বিমানবন্দরের ৩ কিলোমিটার মহাসড়ককে হর্নমুক্ত কর্মসূচি উদ্বোধন

রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিজানে ২৩ জন গ্রেফতার

এস,এম রুবেল,রংপুর।।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজিরহাট থানা পুলিশ হাজিরহাট থানাধীন নজিরের হাট বাজারস্থ জনৈক মোঃ আলম মিয়ার “নিউ বাংলা হোটেল” এর সামনে রংপুর হতে ২ বোতল ফেন্সিডিলসহ আসামি মোঃ রুহুল কুদ্দুস (৩০) পিতা-মোঃ শহিদুল আলম, সাং-রণচন্ডি ডাক্তারপাড়া, থানা-হাজিরহাট, মোঃ মিলন (২৫), পিতা-মোঃ সাদেকুল ইসলাম, মোঃ রনি (১৯), পিতা-মৃত রাজু, উভয়সাং- মেডিকেল পূর্বগেট, থানা-কোতয়ালী, সর্ব রংপুর মহানগর রংপুর -কে গ্রেফতার করা হয়। হাজিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা রুজু করা হয়।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ কোতোয়ালি পূর্ব বাড়িয়া, দাড়ার পাড়া হতে ৮টি চোরাই সাইকেলসহ আসামি মোঃ লাবি অর্নিব, (২৮), পিতা- মোস্তাকিম, সাং-নিউ ইঞ্জিনিয়ারপাড়া, মোঃ আশরাফুল ইসলাম (২৯), পিতা- মৃত মৃত শামসুল, সাং- বড়বাড়ী পুর্ব পাড়া, উভয়থানা- কোতয়ালী, আরপিএমপি, রংপুর, মোঃ আতাউর রহমান মিঠু (২০), পিতা- সাখাওয়াত হোসেন, সাং- গোলাহাট, থানা- সৈয়দপুর, জেলা- নীলফামারী-কে গ্রেফতার করা হয়। কোতোয়ালি থানায় মাদকদ্রব্য ধারায় মামলা করা হয়।

রংপুর মেট্রোপলিটন মাদকদ্রব্য নিয়কদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট নগর মীরগঞ্জ গ্রামস্থ আসামীর নিজ দখলীয় টিনেরচালা ও টিনের বেড়াযুক্ত শয়ন ঘরের ভিতর হতে ৫ লিটার দেশীয় মদসহ আসামি মোঃ আবু তাহের আবু (৪৮), পিতা-মৃত কালাম মিয়া ৥ কালা মিয়া, সাং-নগর মীরগঞ্জ, থানা-তাজহাট, রংপুর মহানগর, রংপুর-ক গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাজহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণী ২৪(ক) ধারায় মামলা রুজু করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন থানাসমূহ কর্তৃক বিভিন্ন মামলায় এবং গ্রেফতারী পরোয়ানাভূক্ত কোতোয়ালি থানায়-১২ জন, তাজহাট থানা-১ জন, মহিগঞ্জ থানায়-৩ জন, হারাগাছ থানায়-৪ জন এবং হাজিরহাট-৩ জনসহ মোট-২৩ জন আসামীকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ (উত্তর ও দক্ষিণ) কর্তৃক সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ২১৬ টি মামলা দায়ের করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 ithostseba.com
Design & Developed BY Hostitbd.Com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com