শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
এক দফা দাবিতে নার্সদের পতাকা মিছিল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিসিক মুদ্রণ শিল্পনগরী স্থাপন প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ ও চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বিজিবি সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ী দলকে যুব ও ক্রীড়া উপদেষ্টার ফুলেল শুভেচ্ছা বাড়ছে পদ্মার পানি, বন্যার আতঙ্ক রাজশাহীতে টেক্সটাইল করপোরেশন পরিদর্শন করলেন বস্ত্র ও পাট উপদেষ্টা দূষণ নিয়ন্ত্রণে সহযোগিতা বৃদ্ধি করবে বিশ্বব্যাংক : পরিবেশ উপদেষ্টা “যুব ও ক্রীড়া উপদেষ্টার ঝটিকা সফর” স্বচ্ছতা নিয়ে কাজ করার আহ্বান উপদেষ্টা এম সাখাওয়াতের

রায়েরবাজারে বিদ্যুৎস্পৃষ্টে তিন শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ॥

বিআইডাব্লিউটিএ’র নদীরক্ষা কাজের সময় বিদ্যুস্পৃষ্টে দুই ভাইসহ তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর হাজারীবাগ এলাকার রায়েরবাজার বুড়িগঙ্গা নদীর তীরে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- সাইফুল শেখ, জহুরুল শেখ ও মঞ্জুরুল ইসলাম। আহতদের নাম জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, রায়েরবাজার বুড়িগঙ্গা নদীর তীরে বিআইডাব্লিউটিএ’র নদীরক্ষার সীমানা পিলারের কাজ করছিলেন শ্রমিকরা। সেখান দিয়েই বিদ্যুতের সংযোগলাইন গেছে। কাজের সময় লোহার পাইপ বিদ্যুতের তারের সঙ্গে লাগলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তাদের সবার শরীর ঝলসে গেছে।

হাজারীবাগ থানার ওসি (তদন্ত) আব্দুস সালাম বলেন, ঘটনাস্থলে গিয়ে দুই ভাইসহ তিনজনের মরদেহ পাওয়া গেছে। শুনেছি দুজন আহত আছে। তবে কোন হাসপাতালে নেওয়া হয়েছে সেটা জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 ithostseba.com
Design & Developed BY Hostitbd.Com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com