রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৮:৪০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষার প্রক্রিয়ায় অংশ নিচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভার একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সমন্বিত ভর্তি পরীক্ষার বিষয়টির পাশাপাশি আলোচনা হয়েছে বাণিজ্যিক সান্ধ্য কোর্সের ভবিষ্যৎ নিয়েও।
দেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে আগামী বছর থেকে কেন্দ্রীয়ভাবে ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে। তবে এ প্রক্রিয়ায় অংশ না নেয়ার সিদ্ধান্ত আরও আগে জানিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।