শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
এক দফা দাবিতে নার্সদের পতাকা মিছিল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিসিক মুদ্রণ শিল্পনগরী স্থাপন প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ ও চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বিজিবি সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ী দলকে যুব ও ক্রীড়া উপদেষ্টার ফুলেল শুভেচ্ছা বাড়ছে পদ্মার পানি, বন্যার আতঙ্ক রাজশাহীতে টেক্সটাইল করপোরেশন পরিদর্শন করলেন বস্ত্র ও পাট উপদেষ্টা দূষণ নিয়ন্ত্রণে সহযোগিতা বৃদ্ধি করবে বিশ্বব্যাংক : পরিবেশ উপদেষ্টা “যুব ও ক্রীড়া উপদেষ্টার ঝটিকা সফর” স্বচ্ছতা নিয়ে কাজ করার আহ্বান উপদেষ্টা এম সাখাওয়াতের

করোনায় ফ্রী শপ খুলেছে thank you ফাউন্ডেশন

সংবাদদাতা – রাজধানীতে একটি মহতী ভিন্ন উদ্যোগ চোখে পরেছে । উত্তরার ৬ নং সেক্টরে রাজউক কাঁচাবাজারের সামনে ব্যানার টানিয়ে , পসলা সাজিয়ে বিনামূল্যে ও সামাজিক দূরত্ব মেনে দেওয়া হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী ।

জানা যায় , সপ্তাহে প্রত্যেকদিন ( শুক্রবার ব্যতিত ) নির্দিষ্ট স্থানে পূর্বে নির্ধারিত কার্ডধারীরা একত্রিত হয়ে নিয়ম মেনে প্রত্যেক সপ্তাহে ৫০০ পয়েন্টের বাজার করতে পারবেন । সকাল ১০ টা থেকে চলবে দুপুর ১২ পর্যন্ত , এই বিনামূল্যের পন্যের বাজার । চাইলেই কেউ এর বেশী বাজার করতে পারবেন না । নিত্যপণ্যের মধ্যে দেখা গেছে শাক-সবজী , তৈল,ডাল,চাল,আলু ও অন্যান্য দ্রব্য । আর এই বন্ধু বাজারের ক্রেতা অভাবী ও দূরস্থ্য মানুষেরা ।

আমাদের সংবাদদাতা জানান , মূলত থ্যাংক ইউ ফাউন্ডেশন বাংলাদেশের একটি চ্যারিটি প্রতিষ্ঠান । সমমনা কিছু নানান বয়সের মানুষ একত্রিত হয়েছে মানবতার সেবায় । সারাদেশে প্রায় ১১,১২ টি জেলায় এই সংগঠনটির অবস্থান আছে । দুই ধরনের সদস্য আছে এখানে । কেউ অর্থ এবং সরাসরি সেবা দেন কেউ বা শুধু সেবা বা শ্রম দেন । আর্তমানবতার সেবায় এগিয়ে আসা এই সংগঠনের সদস্য সংখ্যা সারাদেশে প্রায় ৩৫০০ জন । দেশ এবং জাতির ক্লান্তিকালে বা যে কোন দূর্যোগে তারা এগিয়ে আসেন মানুষের পাশে । এই সংগঠনের অর্থসংস্থান হয় সদস্যদের চাঁদার টাকা একত্রিত করে বলে জানান সংগঠনের ফাউন্ডার প্রেসিডেন্ট আশিক ফারুকী । আয়োজকরা জানান পরিস্থিতি এবং সামর্থ্য অনুযায়ী তারা এই সেবা সংকটকালীন সময়ে অব্যহত রাখতে চান ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 ithostseba.com
Design & Developed BY Hostitbd.Com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com