মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৮:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
শেখ রাসেলের ৬১তম জন্মদিন পালনের আহ্বান আ.লীগের ৩ দিনব্যাপী জলবায়ু অর্থায়ন, প্রকল্প ধারণাপত্র ও আর্থিক প্রস্তাবনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জনগনের সেবায় নিয়োজিত বোয়ালিয়া পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা বাংলাদেশ ক্লাইমেট অ্যাকশন ফোরাম ২০২৪ অনুষ্ঠিত লোভ লালসার ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণে সারাজীবন কাজ করেছি : আলাউদ্দিন নাসিম মুলাদীর বোয়ালিয়া নির্বাসী ইয়াছিন হাওলাদারের পরিবার মেজবাহ উদ্দিন গংদের হয়রানীর শিকার মুলাদীর বোয়ালিয়ার জুলেখা বেগম জমি বিক্রি করে প্রতি পক্ষ জাফর ও আমির কর্তৃক হয়রানির শিকার এলজিইডি ক্রিলিকের পাইলট নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন আমরা ব্যর্থ হলে জনগণ হতাশ হবে : স্থানীয় সরকার উপদেষ্টা বিমানবন্দরের ৩ কিলোমিটার মহাসড়ককে হর্নমুক্ত কর্মসূচি উদ্বোধন

গাউসিয়া কমিটি হাটহাজারী পৌরসভার দ্বি-বার্ষিক কাউন্সিল, ওরসেকুল ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

হাটহাজারী পৌরসভাস্থ কনক কমিউনিটি সেন্টারে ২ ফেব্রুয়ারী রবিবার গাউসিয়া কমিটি বাংলাদেশ, হাটহাজারী পৌরসভা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল, ওরসেকুল ও প্রতিনিধি সম্মেলন আলহাজ্ব সৈয়দ আহমদ হোসাইন এর সভাপতিত্বে ও কাউন্সিল প্রস্তুতি কমিটির সচিব মুহাম্মদ নাছির উদ্দীন রুবেল-এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ পেয়ার মোহাম্মদ।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, গাউসিয়া কমিটির বাংলাদেশ, কেন্দ্রীয় পরিষদের যুগ্ন মহাসচিব আলহাজ্ব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার। উদ্ভোধক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম। কাউন্সিলে বিশেষ বক্তা ছিলেন আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের অধ্যাপক ড.মুহাম্মদ আনোয়ার হোসেন আলকাদেরী, গাউসিয়া কমিটি চট্টগ্রাম উত্তর জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আহসান হাবীব চৌধুরী।
এতে প্রধান নিবার্চন কমিশনার ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, হাটহাজারী উপজেলা (পশ্চিম) পরিষদ সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ হারুন সওদাগর। এতে বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মুহাম্মদ রফিকুল হাসান, সভাপতি-গাউসিয়া কমিটি বাংলাদেশ,হাটহাজারী পৌর ব্যবসায়ী শাখা। উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী উপজেলা (পশ্চিম) পরিষদের সহ-সভাপতি ব্যাংকার মুহাম্মদ ইউনুছ, মাওলানা কাজী মুহাম্মদ আবু সাঈদ, মাওলানা এস.এম.মনিরুর রহমান খসরু, মুহাম্মদ সেকান্দার মিয়া, মাওলানা আবু তালেব আলকাদেরী, মাওলানা মুহাম্মদ মফিজুর রহমান আলকাদেরী, আলহাজ্ব মাওঃ সাইফুল ইসলাম আলকাদেরী, আলহাজ্ব কামাল পাশা চৌধুরী, মুহাম্মদ সেলিম রিয়াজ, ছগির মিয়া বাবুল, হাসান মুরাদ, ফজলুল কবির মাষ্টার প্রমুখ।

উক্ত দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে আলহাজ্ব ছৈয়দ আহমদ হোসেনকে সভাপতি, আবদুল মাবুদ আইয়ুবকে সাধারণ সম্পাদক, মুহাম্মদ নাছির উদ্দীন রুলেবকে সাংগঠনিক সম্পাদক করে আগামী ২০২১-২০২২ সেশনের ৬৫ জন বিশিষ্ট একটি কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 ithostseba.com
Design & Developed BY Hostitbd.Com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com