মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিসিক মুদ্রণ শিল্পনগরী স্থাপন প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ ও চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বিজিবি সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ী দলকে যুব ও ক্রীড়া উপদেষ্টার ফুলেল শুভেচ্ছা বাড়ছে পদ্মার পানি, বন্যার আতঙ্ক রাজশাহীতে টেক্সটাইল করপোরেশন পরিদর্শন করলেন বস্ত্র ও পাট উপদেষ্টা দূষণ নিয়ন্ত্রণে সহযোগিতা বৃদ্ধি করবে বিশ্বব্যাংক : পরিবেশ উপদেষ্টা “যুব ও ক্রীড়া উপদেষ্টার ঝটিকা সফর” স্বচ্ছতা নিয়ে কাজ করার আহ্বান উপদেষ্টা এম সাখাওয়াতের ভালো কিছু করার চর্চা দেখতে চাই : সমাজ কল্যাণ উপদেষ্টা

প্রাক-প্রাথমিকের ক্লাস আগামী ১৫ মার্চ থেকে

ঢাকা, ২৪ ফাল্গুন (৯ মার্চ):

করোনার কারণে দুই বছর বন্ধ থাকার পর প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস শুরু
হচ্ছে আগামী ১৫ মার্চ থেকে।

আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির
হোসেন এর সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রাথমিকভাবে সপ্তাহে দুইদিন (রবি
ও মঙ্গলবার) ক্লাস হবে বলে সভায় জানানো হয়।

সভায় মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের
মহাপরিচালক আলমগীর মো. মনসুরুল আলম অতিরিক্ত সচিব রুহুল আমিন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীরা ভর্তির কিছুদিন পরই করোনা প্রাদুর্ভাবের
দরুন শ্রেণিকক্ষে তাদের পাঠদান বন্ধ হয়ে যায়। করোনা সংক্রমণ কমে আসায় গত বছরের ১২
সেপ্টেম্বরে সব শিক্ষাপ্রতিষ্ঠান সীমিত পরিসরে খুললেও প্রাক-প্রাথমিক খোলা হয়নি। এরপর
সংক্রমণ বেড়ে যাওয়ায় আবার চলতি ২১ বছরের জানুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়।

সংক্রমণ আবার কমে যাওয়ায় গত ২ মার্চ ২০২২ .দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের
শ্রেণিকক্ষে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের পাঠদান শুরু হয়েছে। সবশেষে প্রাক-প্রাথমিকের
শিক্ষার্থীদেরও ক্লাসে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 ithostseba.com
Design & Developed BY Hostitbd.Com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com