শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
এক দফা দাবিতে নার্সদের পতাকা মিছিল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিসিক মুদ্রণ শিল্পনগরী স্থাপন প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ ও চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বিজিবি সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ী দলকে যুব ও ক্রীড়া উপদেষ্টার ফুলেল শুভেচ্ছা বাড়ছে পদ্মার পানি, বন্যার আতঙ্ক রাজশাহীতে টেক্সটাইল করপোরেশন পরিদর্শন করলেন বস্ত্র ও পাট উপদেষ্টা দূষণ নিয়ন্ত্রণে সহযোগিতা বৃদ্ধি করবে বিশ্বব্যাংক : পরিবেশ উপদেষ্টা “যুব ও ক্রীড়া উপদেষ্টার ঝটিকা সফর” স্বচ্ছতা নিয়ে কাজ করার আহ্বান উপদেষ্টা এম সাখাওয়াতের

যথাযোগ্য মর্যাদায় গ্রিসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত

এথেন্স (গ্রিস)

যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গ্রিসে
বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত হয়েছে।  দূতাবাসের সকল কর্মকর্তা-
কর্মচারীবৃন্দ, বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ, নারী নেতৃবৃন্দ, গ্রিসের নতুন প্রজন্মের সদস্যসহ
সর্বস্তরের প্রবাসীদের উপস্থিতিতে সকালে দূতাবাস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা
উত্তোলনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচির সূচনা করেন গ্রিসে নিযুক্ত
বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহ্‌মদ। এরপর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং
মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের আত্মার মাগফিরাত এবং দেশের উন্নয়ন ও উত্তরোত্তর সমৃদ্ধি
কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

কর্মসূচির দ্বিতীয় পর্বে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, পবিত্র গীতা পাঠ এবং মহান
মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয়
দিবসের বিশেষ আলোচনা অনুষ্ঠান শুরু হয় । এ সময় মহান স্বাধীনতা ও জাতীয়  দিবস উপলক্ষ্যে
দেশবাসী ও প্রবাসীদের উদ্দেশ্যে  রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র
প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়।  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের কালজয়ী নেতৃত্বে সংঘটিত মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরে
বিশেষ প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।

দিবসটির গুরুত্ব ও তাৎপর্যের ওপর অনুষ্ঠিত আলোচনায় সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা
অংশগ্রহণ করেন। দূতাবাসের কাউন্সেলর মোঃ খালেদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় বক্তারা
জাতির পিতা এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা
নিবেদন করেন এবং ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে আত্মনিয়োগ করার শপথ নেন। গ্রিসে নিযুক্ত
বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহ্‌মদ তাঁর বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
ঐতিহাসিক নেতৃত্বের কথা উল্লেখ করেন। তিনি বাংলাদেশের উন্নয়ন কর্মযজ্ঞে প্রবাসী
বাংলাদেশিদের একযোগে কাজ করারও আহ্বান জানান।

উল্লেখ্য, আগামী ৩১ মার্চ ২০২২ এথেন্সের একটি হোটেলে দূতাবাস কর্তৃক স্থানীয় গ্রিক
সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, উচ্চ পদস্থ সরকারি ও সামরিক কর্মকর্তাগণ, গ্রিসের
সম্মানিত নাগরিক ও সুশীল সমাজের সদস্য, গ্রিসে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ
কূটনীতিকগণ, গ্রিসের নেতৃস্থানীয় ব্যবসায়ী এবং প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে মহান
স্বাধীনতা ও জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 ithostseba.com
Design & Developed BY Hostitbd.Com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com