শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
এক দফা দাবিতে নার্সদের পতাকা মিছিল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিসিক মুদ্রণ শিল্পনগরী স্থাপন প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ ও চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বিজিবি সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ী দলকে যুব ও ক্রীড়া উপদেষ্টার ফুলেল শুভেচ্ছা বাড়ছে পদ্মার পানি, বন্যার আতঙ্ক রাজশাহীতে টেক্সটাইল করপোরেশন পরিদর্শন করলেন বস্ত্র ও পাট উপদেষ্টা দূষণ নিয়ন্ত্রণে সহযোগিতা বৃদ্ধি করবে বিশ্বব্যাংক : পরিবেশ উপদেষ্টা “যুব ও ক্রীড়া উপদেষ্টার ঝটিকা সফর” স্বচ্ছতা নিয়ে কাজ করার আহ্বান উপদেষ্টা এম সাখাওয়াতের

পুতিনের বিরুদ্ধে বাইডেনের অভিযোগ ইউক্রেনে ‘গণহত্যা’ চালানোর 

U.S. President Joe Biden speaks in the Roosevelt Room of the White House in Washington, D.C., U.S., on Tuesday, March 8, 2022. Biden said the U.S. will ban imports of Russian fossil fuels including oil, a major escalation of Western efforts to hobble Russias economy that will further strain global crude markets. Photographer: Oliver Contreras/Sipa/Bloomberg via Getty Images

আন্তর্জাতিক ডেস্ক ।।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ইউক্রেনে গণহত্যা চালানোর অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আইওয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউক্রেন প্রসঙ্গ এ অভিযোগ করেন বাইডেন।

রাশিয়ার সমারিক অভিযান শুরুর পর ইউক্রেনের ঘটনা বর্ণনা করতে এবারই প্রথম ‘গণহত্যা’ শব্দটি ব্যবহার করেছেন যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট। এর আগে পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে আখ্যায়িত করেছিলেন বাইডেন।

প্রেসিডেন্ট বাইডেন আরও বলেন, (ইউক্রেনে) গণহত্যা সংঘটিত হয়েছে কি না তা নির্ধারণ আইনজীবীদের ওপর নির্ভর করবে। এটি অবশ্যই আমার কাছে গণহত্যা বলে মনে হচ্ছে।’

এ সময় সাংবাদিকদের বাইডেন ইউক্রেনে আরও বেসামরিক লোকজন হত্যা এবং দেশটির পূর্বাঞ্চলরে নতুন রুশ আক্রমণের আশঙ্কা রয়েছে বলেও জানান।

রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করায় যুক্তরাষ্ট্রে গ্যাসের ক্রমবর্ধমান মূল্য রোধের পরিকল্পনা প্রসঙ্গে বাইডেন বলেন, ‘প্রায় অর্ধেক পৃথিবী দূরে কোনো এক স্বৈরশাসক যুদ্ধ ঘোষণা করেছে, গণহত্যা চালাচ্ছে-এর জন্য আপনাদের পারিবারিক ব্যয় বৃদ্ধি কিংবা আপনার গ্যাসের ক্রয়ের সক্ষমতা কোনোটাই বাড়বে না।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 ithostseba.com
Design & Developed BY Hostitbd.Com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com