সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১২:০২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের সর্ববৃহৎ ফলের পাইকারী বাজার বাদামতলী কেন্দ্রীক গড়ে ওঠা ঢাকা মহানগর ফল আমদানীকারক ও আড়ৎদার বহুমূখী সমবায় সমিতির-২০২৩ বার্ষিক সাধারন সভা উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার পুরান ঢাকার ধুপখোলা মাঠ সংলগ্ন সাঈদ খোকন কমিউনিটি সেন্টারে প্রধান অতিথি হাজী মোঃ সেলিম এমপি-এর উপস্থিতিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, সমিতির সভাপতি ও এফবিসিসিআই-এর পরিচালক সিরাজুল ইসলাম। পরিচালনা করেন, সাধারন সম্পাদক হাজী শেখ আব্দুল করিম চেয়ারম্যান। এসময় সমিতির বর্তমান কমিটির নির্বাচিত সদস্যবৃন্দ এবং ২২০০ জন সাধারন সদস্যর প্রায় সকলে উপস্থিত ছিলেন।
সদস্যদের বক্তব্য ও দাবির প্রেক্ষিতে আগামী ফেব্রুয়ারী মাসে সমিতির পরবর্তী নির্বাচন করার প্রতিশ্রুতি দেয় বর্তমান কমিটি। অনুষ্ঠানে সকল সদস্যর উপস্থিতিতে একে-অপরের সঙ্গে কুশল বিনিময় করে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।