বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
এক দফা দাবিতে নার্সদের পতাকা মিছিল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিসিক মুদ্রণ শিল্পনগরী স্থাপন প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ ও চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বিজিবি সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ী দলকে যুব ও ক্রীড়া উপদেষ্টার ফুলেল শুভেচ্ছা বাড়ছে পদ্মার পানি, বন্যার আতঙ্ক রাজশাহীতে টেক্সটাইল করপোরেশন পরিদর্শন করলেন বস্ত্র ও পাট উপদেষ্টা দূষণ নিয়ন্ত্রণে সহযোগিতা বৃদ্ধি করবে বিশ্বব্যাংক : পরিবেশ উপদেষ্টা “যুব ও ক্রীড়া উপদেষ্টার ঝটিকা সফর” স্বচ্ছতা নিয়ে কাজ করার আহ্বান উপদেষ্টা এম সাখাওয়াতের

উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন অবহিতকরণ সভা

ইসরাত জাহান তন্নিকা, পিরোজপুর 

পিরোজপুরে উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন (স্বপ্ন-০২) এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসন ও পিরোজপুর স্থানীয় সরকার বিভাগের আয়োজনে জেলা প্রাশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও জাতীয় প্রকল্প পরিচালক স্বপ্ন-০২ আবু সেলিম মাহমুদ-উল হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধুবী রায় এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক খানজাদা শাহরিয়ার বিন মান্নান, অতিরিক্ত জেলা প্রাশাসক (রাজস্ব) মো: আমীনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ সেলিম হোসেন। স্বপ্ন প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক ও বিশ্লেষক মো: আহমদুল কবির আকন।

প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও জাতীয় প্রকল্প পরিচালক স্বপ্ন-০২ আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের ক্ষুধা মুক্ত দারিদ্র মুক্ত বাংলাদেশ বির্নিমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে এ প্রকল্প নিয়ে আমরা কাজ করছি। এ প্রকল্পে পিরোজপুর সহ ১২টি জেলার ৩২টি উপজেলার ২৮৩টি ইউনিয়নে বসবাসরত হত দরিদ্র ১০ হাজার ১৮৮ জন নারী উপকারভূগী নিয়ে কাজ করবো। পিরোজপুর জেলার ২টি উপজেলার ১২টি ইউনিয়নের ৪৩২ জন উপকার ভূগী এ প্রকল্পের আওতায় কাজ করবে।

স্বপ্ন-০২ প্রকল্পে ১২টি জেলার ৩২টি উপজেলার ২৮৩টি ইউনিয়নে বসবাসরত হত দরিদ্র ১০ হাজার ১৮৮ জন নারী উপকারভূগী নিয়ে কাজ করবে। এ প্রকল্পের ব্যায় ১৪৮.৪০ কোটি টাকা। পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার ৫টি ইউনিয়ন এবং পিরোজপুর সদর উপজেলার ৭টি ইউনিয়ন মোট ১২ টি ইউনিয়নের ৪৩২ জন উপকারভোগী এ প্রকল্পের আওতায় কাজ করবে। এসময় বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, ভাইচ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব বৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 ithostseba.com
Design & Developed BY Hostitbd.Com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com