রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৭ অপরাহ্ন
গাজীপুর প্রতিনিধি : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন (রিমি) তার ঐচ্ছিক তহবিল হতে অসহায় ও দরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন।
আজ শুক্রবার (২৮ জুন) গাজীপুরে কাপাসিয়া উপজেলায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিমন্ত্রীদের ঐচ্ছিক তহবিল হতে গরিব ও দরিদ্রদের মাঝে নগদ ৭ লক্ষ টাকা বিতরণ করা হয়।
শিক্ষা সহায়তা, চিকিৎসা ক্ষেত্রে সাহায্য, গবাদি পশু পালনসহ নানান ক্ষেত্রে ৪৭ জন আসহায় ও দরিদ্র মানুষের মধ্যে এই নগদ সাহায্য প্রদান করা হয়। এই সাহায্য কর্মসূচির মধ্যে সর্বনিম্ন ৬০০০ টাকা ও সর্বোচ্চ ৩৫০০০ টাকা করে ৭ লক্ষ টাকা বিতরণ করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন (রিমি) এমপি।
এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাযাহারুল ইসলাম সেলিম , সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উদ্দিন সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান উপস্থিত ছিলেন।