বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৫১ অপরাহ্ন
ডেক্স নিউজ – ঘুষ রুখতে , ঘুষ বোর্ড ধারণা দেশে বিরল । এই অন্যায় কাজটি প্রতিহত করতে চট্টগ্রাম জেলার হাঠহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নতুন একটি বোর্ড টাঙ্গানো হয়েছে । যেই বোর্ডটির নাম ‘ঘুষ বোর্ড’। ঘুষ বোর্ডের নীচে লেখা রয়েছে-‘এ অফিসে যদি কাউকে ঘুষ দিয়ে থাকেন, তবে এবোর্ডে তার বিবরণ লিখে যাবেন।’ ঘুষ বন্ধে এ জাতীয় বোর্ড টাঙ্গানো দেশে সর্বপ্রথম। এ ধরনের বোর্ড দেখে অনেকে বেশ কৌতুহলী হয়ে উঠেছেন। তবে ঘুষ বন্ধে এধরনের বোর্ড টাঙ্গানোর বিষয়টি সরকারি সিদ্ধান্ত নয়, হাটহাজারী উপজেলা প্রশাসন ঘুষ বন্ধে নিজেরা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। এই বিচিত্র ধারণা এই উপজেলার মানুষের মধ্যে কৌতুহল জন্ম দিয়েছে । তারা সকলেই সাধুবাদ জানিয়েছেন । দেশে ঘুষ বন্ধে এই বোর্ড সাড়াদেশের সরকারী অফিসগুলোতে টানিয়ে দেওয়া দরকার বলে মনে করেন সবাই ।