শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন
ডেক্স নিউজ – অনলাইন মিডিয়ার নিবন্ধন পেতে আরো অপেক্ষা করতে হবে । এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ চৌধুরী ।ডিসি সম্মেলনের দ্বিতীয় দিন ১৫ জুলাই তথ্য এবং সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত কার্যঅধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তথ্যমন্ত্রী।
মন্ত্রী আরো বলেন , আমরা এরমধ্যেই প্রায় আট হাজার আবেদন পেয়েছি ,এইগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে হবে কারা মূলত সামর্থবান মিডিয়া চালাবার অনুমতি পেতে ।
তিনি আরও জানান , পূর্বে যারা আবেদন করেছিল তাদের গুলোও একই সাথে পরীক্ষ-নিরীক্ষা করা হবে । আইসিটি অ্যাক্ট নিয়েও মন্ত্রী মন্তব্য করেন , তিনি বলেন দেশের সকল বা সশ্রেণীর মানুষের ডিজিটাল নিরাপত্তা দেওয়ার দ্বায়িত্ব রয়েছে সরকারের । তিনি মনে করেন সকল ক্ষেত্রে শৃঙ্গখলা জরুরী । মিডিয়া যেন অপকর্মে ব্যবহার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আমাদের ।