শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন
ডেক্স নিউজ – ‘বিগ বস’তুমুল জনপ্রিয় ভারতের একটি রিয়েলিটি শো । তেলুগুর তৃতীয় সিজন এই মাসের শেষেই শুরু হতে চলেছে । জানা যায়,অনুষ্ঠানের উপস্থাপক থাকবেন তেলেগু সুপারষ্টার নাগার্জুন । এই অনুষ্ঠানে রয়েছেন প্রতিযোগী হিসেবে হায়দারাবাদের নারী সাংবাদকর্মী শ্বেতা রেড্ডী ।
তিনি অভিযোগ করেছেন , ফাইনাল রাউন্ডে উঠতে তাকে শারীরিক সম্পর্কের জন্য প্রস্তাব দিয়েছে । আর সেই প্রস্তাব এসেছে আয়োজকের পক্ষ থেকে ।
জানা যায়, এই অভিযোগের ভিত্তিতে বানজারা হিলস পুলিশ ষ্টেশোনে একটি মামলা হয়েছে । উক্ত সাংবাদিকের জবানবন্দীর ভিত্তিতে চলছে তদন্ত ।
পুলিশ জানায় , ১৩ জুলাই তারা একটি অভিযোগ পেয়েছে । সেই অভিযোগে জানান হয় তিনি আয়োজকদের সাথে সাক্ষাত করতে গেলে তাকে এই প্রস্তাব দেওয়া হয় । তাকে বলা হয় , বসকে খুশি করলেই সে ফাইনাল্রাউন্ডে যেতে পারবে ।
পুলিশের ভাষয় ,বিষয়টি নারীদের জন্য মানহানিকর ফলে গুরুত্ব দিয়ে দেখছে তারা । ওই স্বাক্ষাতের সময় উক্ত সাংবাদিকের বডি শোমিং করা হয়েছে বলে জানা যায় ।