শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন
ডেক্স নিউজ – নাটোর জেলার অবস্থিত বনপাড়া পৌরসভার সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর শরিফুন্নেসা শিরিনের নামে বিধবা ভাতা তোলার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ আছে তিনি জীবিত স্বামীকে মৃত দেখিয়েীই অপকর্ম করে যাচ্ছেন বলে জানা যায় ।
গত কিছুদিন পূর্বে উক্ত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এমন অভিযোগ উত্থাপন করেন ,উক্ত কমিটির নারী ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি । অভিযোগে তিনি বলেন, ‘সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর শরিফুন্নেসা শিরিন সচ্ছল ও সধবা হওয়া সত্ত্বেও বিধবা ভাতা ভোগ করছেন। ‘
মূলত শরিফুন্নেসা শিরিনের বিরুদ্ধে অভিযোগ তিনি উল্লেখিত বনপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কালিকাপুর গ্রামের ভাতাভোগী তয়জান বেগম মারা যাওয়ার পর নাম পরিবর্তন করে শিরিন নামে ১ জুলাই ২০১৪ সাল থেকে নিয়মিত ভাতা তুলে আসছেন । উক্ত মিটিং শেষে এমপি অধ্যাপক আব্দুল কুদ্দুস উপজেলা কর্মকর্তাকে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন । পরে উপজেলা সমাজসেবা কর্মকর্তা অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।
এই ঘটনা জানাজানি হলে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া শুরু হয় ।
( ছবিটি প্রতীকী )