শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন
রাজবাড়ী প্রতিনিধি – রাজবাড়ী জেলায় পালিত হুলো জাতীয় শোক দিবস। জেলা সদরসহ ৫ টি উপজেলায় পালিত হচ্ছে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস।
পাংশা উপজেলায় রাজবাড়ী – ২ সাংসদ জিল্লুল হাকিমের নেতৃত্বে শোক্যাত্রা এবং পথসভা অনুষ্ঠিত হয় উপজেলায়। পরে উপস্থিত দুস্থ্যদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়।
কালুখালী উপজেলায় উপজেলা চেয়ারম্যান আলীমুজ্জামান টিটো,র নেতৃত্বে পথসভা শেষে উপজেলাসহ দলের নেতাকর্মী, সংশ্লিষ্ঠ রতনদিয়া সরকারী মডেল উচ্চবিদ্যালয়সহ অন্যান্য স্কুল,কালুখালী সরকারী কলেজ এবং কালুখালী মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে উপজেলা আওয়ামীলীগের অফিস থেকে র্যালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
অপদিকে কালুখালীর রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল স্কুলে ছত্র-ছাত্রীদের উপস্থিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন চলচ্চিত্র পরিচালক এবং মিডিয়া ব্যক্তিত্ব এইচ আর হাবিব আরো বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আইয়ূব আলী এবং নাট্যকার সহকারী প্রধান শিক্ষক হাফিজুর রহমান প্রমূখ।
বালিয়াকান্দী উপজেলায় উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের নেতৃত্বে দলের নেতাকর্মীরা পালন করেন জাতীয় শোকদিবস।
গোয়ালন্দ উপজেলায় উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে শোকদিবস পালন করা হয়।
এছাড়াও জেলার সর্বত্রই পালন করা হয় জাতীয় শোকদিবসের