রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন
প্রতিনিধি – আগামী ২ দিন পর রংপুর-৩ এর শূন্য আসনে ইভিএমের মাধ্যমে উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠির হবে । বৃহস্পতিবার সকাল পর্যন্ত থাকবে প্রার্থীরা প্রচারণয়। নিরুত্তাপ এই উপনির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে ব্যস্ত তিন গুরুত্বপূর্ন প্রার্থী।
নির্বাচনী প্রচারণার শুরু থেকেই বেশ এগিয়ে আছেন এরশাদপুত্র রাহগীর আলমাহি সাদ । বিএনপি প্রার্থী রিটা রহমান দাপিয়ে বেড়াচ্ছেন শেষ মূহুর্তে । জানা যায় রংপুরে বিএনপি ঘুরে দাড়াবার স্বপ্ন দেখছে ।
এক ঝাক কেন্দ্রীয় নেতা এখন ব্যাপক সংখ্যক স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে ব্যস্ত সময় পার করছেন রিটা রহমানের পক্ষে । কিন্তু এরশাদের দূর্গে হানা দিতে হলে নতুন কৌশলে এহুতে হবে তাদের । এমনটাই বলছেন পর্যবেক্ষক মহল ।
অন্যদিকে এরশাদপুত্র সাদ বাবার প্রতিশ্রুতি পূরণে দ্বারে দ্বাত্রে যাচ্ছেন ভোটের জন্য । তিনি নানান শ্রেনীর মানুষের কাছে গিয়ে আগামীর স্বপ্ন দেখিয়ে যাচ্ছেন ।
এই উপনির্বাচনে ারো যারা প্রতিদ্বন্ধিতা করছেন খেলাফত মসলিসের তৌহিদুর রহমান মন্ডল, গণফ্রন্টের কাজী শহিদুল্লাহ এবং এনপিপির শফিউল আলম তাদের পক্ষে কিছু কিছু প্রচারণা চোখে পড়ছে ।