সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৬:০০ অপরাহ্ন
জেলা প্রতিনিধি – বুধবার ভোরে ( মঙ্গলবার দিবগত ) মুক্তাগাছার ঈশ্বরগ্রামে ভোর রাতে কে বা কাহারা দূর্গাপূজার প্রতিমা ভাংচুর করে ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় , অই গ্রামের স্বর্গীয় পুষ্প পূজা সংঘের উদ্যোগে দীর্ঘদিন থেকে সার্বজনীন শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছিল। মঙ্গলবার দিন গত রাত ৩টা ৩০ মিনিট পর্যন্ত প্রতিমা গড়ার কাজ চালান শিল্পীরা।রাত পেরিয়ে যাবার পর বুধবার ভোরে স্থানীয়ও পূর্ণার্থীরা এসে দেখতে পান মণ্ডপে অবস্থিত গণেশ, কার্তিক, সরস্বতী, লক্ষ্মী ও অসুরের প্রতিমা ভাঙা অবস্থায় পরে আছে।মূহুর্তেই খবর চাউর হলে স্থানীয়রা ভীর করেন ।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । এই ঘটনায় , পূজা উজ্জাপন পরিষদের পক্ষ থেকে একটি অভিযোগ দাখিল হয়েছে । সেই অভিযোগের আলোকে তদন্ত অব্যহত আছে । এই রিপোর্ট লিখা পর্যন্ত কেউ গ্রেফতার হয় নি বলে জানা যায় ।