রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ন
ডেক্স নিউজ – সাড়াদেশের সকল দূর্ণীতিবাজদের বিরুদ্ধে চলবে অভিযান অব্যহত রাখতে যাচ্ছে সরকার ।প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বায়রে সফরে যাবার আগেই সংশ্লিষ্ট গয়েন্দা সংস্থ্যাকে রুট লেবেল পর্যন্ত সকল পর্যায়ের দূর্ণীতিবাজ যেমন- আওয়ামীলীগের অভ্যন্তরে ,বায়রে এবং প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর নানান পর্যায়ে অভিযানের জন্য প্রস্তুত হচ্ছে বলে বিশেষ সূত্রে জানা গেছে ।
আরও জানা যায়, আসন্ন দূর্গা পূজার নিরাপত্তায় নিয়োজিত প্রশাসন ও শৃংখলাবাহিনীর সদস্যরা এই মূহুর্তে দ্বায়িত্ব পালন করছে বিধায় এই মূহুর্তে তা শুরু হতে বিলম্ব হচ্ছে ।
শেখ হাসিনার সরকার মনে করে , সমাজের সকল স্তরে পরিশুদ্ধি অভিযান জরুরী । নইলে সরকারের সকল অর্জন ব্যার্থ হয়ে পড়বে । সেই কারণেই নিজের দলের মধ্যে প্রথমে শুদ্ধি অভিযান শুরু করেছে সরকার ।
যদিও সম্প্রতি চলে আসা অভিযানে সর্কারের জনসমর্থন বেড়েছে বহুগুনে বলে পর্যবেক্ষকরা মনে করছেন । তবে এই অভিযান ব্যপকতা না পেলে কার্যকর সুশাসন প্রলম্বিত হবে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন ।