শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৩০ অপরাহ্ন
নারায়ণগঞ্জ প্রতিনিধি ॥
৩০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১’র একটি দল। ২০ অক্টোবর রবিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্টে পণ্যবাহী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে তাদের মাদকসহ গ্রেফতার করা হয়।
র্যাব-১১ এর অতিঃ পুলিশ সুপার মো.আলেপ উদ্দিন, (পিপিএম) সোমবার (২১শে অক্টোবর) রাতে প্রেস রিলিজে জানান, গ্রেফতারকৃত আসামীরা নারায়ণগঞ্জ ও ঢাকা-আশপাশের এলাকায় অভিনব কায়দায় দীর্ঘদিন ধরে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের একমাত্র পেশা ছিল মাদক ব্যবসা। গ্রেফতারকৃতরা হলো, মো. ইকবাল হোসেন ওরফে সবুজ (৪০) ও মো. রফিক মিয়া (৩০)। এ সময় একটি মোবাইল ও নগদ ৫শত টাকার একটি নোট উদ্ধার করা হয়। ব্রাক্ষনবাড়ীয়া জেলার কসবা থানাধীন চৌবেপুর এলাকায় মো. ইকবাল হোসেন ওরফে সবুজ এর বাড়ি ও অপর আসামী হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন উল্টর সুরমা এলাকায় মো. রফিক মিয়ার বাড়ি।
র্যাবের জিজ্ঞাসাবাদে তারা আরো স্বীকার করে, দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে কুমিল্লা সীমান্ত দিয়ে অভিনব কায়দায় নিষিদ্ধ এ মাদকদ্রব্য গাঁজা বাংলাদেশে প্রবেশ করান এবং বিভিন্ন কৌশল অবলম্বন করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। তারা একে অপরের যোগসাযোসে এই মাদক ব্যবসা করে আসছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র্যাব।