বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৫৭ অপরাহ্ন
হাটহাজারী প্রতিবেদক ॥
পেঁয়াজের দাম যখন কমেছে ঠিক সেই মুহুর্তে সারা দেশে লবণের দাম বাড়ছে বলে গুজব রটিয়ে অস্থিতিশীল সৃষ্টি করছে এক শ্রেনীর মানুষ। গতকাল থেকে লবণের দাম হাঁকাচ্ছে অতিরিক্ত গুজবটা হাটহাজারী উপজেলাতেও ছড়িয়ে গেছে পৌর সদর থেকে গ্রাম গঞ্জে। ঠিক সেই মুহুর্তে অধিক দামে লবণ বিক্রির গোপনে সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন হাটহাজারী পৌরসভার দুই মুদি দোকানে অভিযান পরিচালনা করে। প্যাকেটের গায়ে লেখা মূল্য অপেক্ষা অধিক মূল্য নেয়ায় সত্যতা পেলে মঙ্গলবার(১৯ নভেম্বর) রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত মেসার্স মেজবাহ স্টোরকে ৫০০টাকা ও মেসার্স খোরশেদ স্টোরকে ৫০০টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী অফিসার রুহুল আমিন জানান, লবণের দাম বাড়ছে গুজব রটাচ্ছে এক শ্রেনীর অসাধু ব্যবসায়ীরা। হাটহাজারী পৌর সদরেও অধিক দামে লবণ বিক্রির সংবাদ পেয়ে দ্রুত অভিযানে দুই মুদি দোকানীকে জিজ্ঞাসা করলে তারা বলেন, শুনছি লবণের দাম বাড়ছে তাই আমিও দাম বাড়িয়ে বিক্রি করছি। তাদের জরিমানা করা হয়েছে, প্রথম দিনে সবাইকে সতর্ক করা হয়। পরবর্তীতে এরকম পরিস্থিতি সৃষ্টি করলে আইনানুগত ব্যবস্থা গ্রহন করা হবে। দেশে পর্যাপ্ত পরিমাণ লবণ মজবুত রয়েছে বলেও তিনি জানান।