রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদদাতা – চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের প্রতি সড়ক পরিবহন শ্রমিক-মালিক ফেডারেশন কর্তৃক অশোভন আচড়নের প্রতিবাদে তীব্র নিন্দা জানায় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি । যার ফলশ্রুতিতে আগামী ২৫ শে নভেম্বর বেলা ১২ টায় প্রতিবাদ এবং জনস্বার্থে এফডিসির গেইটে এক মানব-বন্ধনের আয়োজন করা হয়েছে ।
উল্লেখ্য যে , গত কয়েকদিনের চলা টানা সড়ক পরিবহনের অবরোধের সময় নায়ক ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে কূ-রুচিপূর্ণ শ্লোগ্যান এবং ব্যানার টানানোয় সুধীজনদের সাথে সাথে সাড়া দেশের জনমানুষের মধ্যে ক্ষোভ জন্ম নেয় । যার ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপক সমালোচনা শুরু হয় । সমিতির সভাপতি মুশফিকুর গুলজার এবং মহাসচীব বদিউল আলম খোকন উভয়েই এই অশোভন আচরণকে দেশের শুদ্ধতার অন্তরায় মনে করেন ।