রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক ॥
মহেন্দ্র সিং ধোনি কি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন? না, ২০১৯ বিশ্বকাপেই শেষ হয়ে গিয়েছে প্রাক্তন ভারত অধিনায়কের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার! কিন্তু ফের ভারতীয় জার্সিতে ধোনির প্রত্যাবর্তনের দিকে তাকিয়ে রয়েছেন মাহিপ্রেমীরা৷
সুত্রের খবর, আইপিএলের ঠিক আগেই ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন ধোনি৷ মার্চে বিশ্ব একাদশের বিরুদ্ধে এশিয়া একাদশের হয়ে মাঠে নামতে পারেন বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক৷ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে হতে চলেছে দু’টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ৷ এশিয়া একাদশের দলে সাত জন প্রথম সারির ভারতীয় ক্রিকেটারদের চাইছে বিসিবি৷ এ নিয়ে বিসিবি ইতিমধ্যেই বিসিসিআই-এর কাছে অনুমতি চেয়েছে৷
ম্যাচটি দু’টি হবে ১৮ ও ২১ মার্চ৷ আইসিসি ম্যাচ দু’টিকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে৷ ধোনি ছাড়াও এশিয়া একাদশের জন্য বিরাট কোহলি, রোহিত শর্মা, জ্যাসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার এবং রবীন্দ্র জাদেজার বিসিসিআই-এর কাছে অনুমতি চেয়েছে বিসিবি৷
বিশ্বকাপের পর থেকে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি ধোনি৷ ইংল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সেমিফাইনাল ম্যাচই ভারতীয় দলের জার্সিতে ধোনির শেষ ম্যাচ৷
আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে এবং টি-২০ সিরিজেও দলে রাখা হয়নি প্রাক্তন ভারত অধিনায়ককে৷ সুতরাং ধোনির ভারতীয় দলের ফেরা নিয়ে জল্পনা আর বাড়ছে৷ তবে আগামী বছর অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে বসছে টি-২০ বিশ্বকাপ৷ এ কথা মাথায় রেখেই এশিয়া কাপের দলে ফিরতে চলেছেন ধোনি৷