মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪৬ অপরাহ্ন
ডেস্ক নিউজ ॥
বাংলাদেশে মাস্টারকার্ডের কার্যক্রম পরিচালনার ২৮ বছর উদযাপন উপলক্ষে প্রথমবারের মত ‘মাস্টারকার্ড পেমেন্টস সামিট অ্যান্ড গালা অ্যাওয়ার্ড নাইট ২০১৯’-এর আয়োজন করে গ্লোবাল পেমেন্ট কোম্পানি মাস্টারকার্ড।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে পথচলার ২৮ বছরের কার্যক্রম এবং ৬ বছর ধরে বাংলাদেশে অফিস পরিচালনায় মাস্টারকার্ডের অভিজ্ঞতা তুলে ধরা হয়। ওই অনুষ্ঠানে ‘এক্সিলেন্স ইন মাস্টারকার্ড অনলাইন অ্যাকুয়ারিং (পিএফ) বিজনেস ১৮-১৯’ অ্যাওয়ার্ড পায় বাংলাদেশে সর্ববৃহৎ পেমেন্ট গেটওয়ে এসএসএলকমার্জ।
এসএসএলকমার্জের পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করেন এসএসএল ওয়্যারলেসের ডিরেক্টর এবং চিফ অপারেটিং অফিসার আশীষ চক্রবর্তী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের ফিনান্সিয়াল ইনস্টিটিউশন্স ডিভিশনের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল, বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জোয়ানে ওয়াগনার, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল। এছাড়া দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ এই সামিটে অংশ নেন।