শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥
রাজধানীর মিরপুরের দিয়াবাড়ি এলাকায় একটি ঝুটের কারখানায় আগুন লেগেছে। আজ রবিবার সন্ধ্যা সোয়া সাতটার সময়ে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ছয়টি ইউনিট।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন নেভাতে আমাদের ছয়টি ইউনিট কাজ করছে। তবে এখনও পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।