রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন
সারাদেশ ডেস্ক ॥
১৩তম এসএ গেমসে প্রথম পদক পেল বাংলাদেশ। নেপালের কাটমান্ডু-পোখারায় অনুষ্ঠিতব্য কারাতে কাতা ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতিছেন বাংলাদেশের মেয়ে হুমায়রা আক্তার অন্তরা। এই ইভেন্টে স্বর্ণ জিতেছে পাকিস্তান ও রৌপ্য নেপাল।
এর আগে গত অক্টোবরে কম্বোডিয়ায় কামিৎসুমা ওকোকাই আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় ২টি স্বর্ণপদক জিতেছিলেন এই হুমায়রা।
মেয়েদের পর ছেলেদের কাতায়ও বাংলাদেশ পেয়েছে ব্রোঞ্জ পদক। ছেলেদের ব্যক্তিগত কাতায় মো. হাসান খান বাংলাদেশের দ্বিতীয় পদক অর্জন করেন।
প্রতিযোগীতায় নামার আগে পুরণো ম্যাটে অনুশীলন করলেও খেলা হয়েছে নতুন ম্যাটে। যার ফলে নেকোওয়াশি মুভে গিয়ে পা স্লিপ করে অন্তরার। তাতে সে স্বর্ণ ও রৌপ্য জয়ের প্রতিযোগিতা থেকে ছিটকে যায়। পয়েন্ট বেশি থাকায় অটোমেটিক ব্রোঞ্জ জিতে যান অন্তরা। একই ঘটনা ঘটেছে হাসানের ক্ষেত্রেও।