রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥
রাজধানীর নদ্দা এলাকার একটি বহুতল আবাসিক ভবনে লাগা আগুন প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুনে প্রায় সাত লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের অপারেটর জিয়াউর রহমান বলেন, রবিবার বিকাল চারটা ৪০ মিনিটে যমুনা ফিউচার পার্কের পেছনের একটি আট তলা ভবনের চার তলায় আগুন লাগে। খবর পেয়ে সেখানে আমাদের আটটি ইউনিট পাঠানো হয়। তারা প্রায় এক ঘণ্টার চেষ্টা করে পাঁচটা ৪২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, আগুনে প্রায় সাত লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। প্রায় এক কোটি টাকার মালামাল আগুনের হাত থেকে রক্ষা করা হয়েছে বলে জানান জিয়াউর রহমান।