শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন
সারাদেশ ডেস্ক ॥
একদিন বিরতির পর মাঠে গড়ালো বঙ্গবন্ধু বিপিএলের চট্টগ্রাম পর্ব। দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে জয়ের জন্য ১৩৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে রংপুর রেঞ্জার্স। আগে ব্যাট করতে নেমে খুলনার নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৭ রান তুলতে পারে খুলনা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা রংপুরকে শুরু থেকেই চেপে ধরে খুলনার বোলাররা। দলীয় ২০ রানের মাথায় ওপেনার মোহাম্মদ শাহজাদকে ফেরান মোহাম্মদ আমির। ৭ বলে ১১ রান করেন শাহজাদ।
ক্যামেরন ডেলপোর্ট (৪) ও নাদিফ চৌধুরীকে দাঁড়াতেই দেননি শফিউল ইসলাম। আরেক প্রান্তে দুর্দান্ত মোহাম্মদ নাঈম রানআউটের শিকার হওয়ার আগে করেন ৩২ বলে ৪৯ রান। ৭৯ বলে চতুর্থ উইকেট হারায় রংপুর।
এরপর ফজলে মাহমুদের ৪২ ও লুইস গ্রেগরির ২২ রানের সুবাদে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৭ রান তোলে রংপুর।
খুলনার সফলতম বোলার শফিউল ইসলাম ৪ ওভারে মাত্র ২১ রান খরচায় নেন ৩ উইকেট। এছাড়া মোহাম্মদ আমির ২৪ রান খরচায় নেন ২ উইকেট। নিজেদের প্রথম দুই ম্যাচ জেতা খুলনায় হ্যাটট্রিক জয়ের জন্য লক্ষ্য ১৩৮। অপরদিকে আসরে তিনটি ম্যাচ রংপুর এখনো রয়েছে প্রথম জয়ের অপেক্ষায়।