রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন
ডেস্ক নিউজ ॥
নিউজিল্যান্ডের জয়ের পথ তৈরি করে দিয়েছিলেন কেন উইলিয়ামসন। শেষ ওভার পর্যন্ত ছিলেন উইকেটে। কিন্তু কিউই অধিনায়ক আউট হওয়ার পরই নাটকীয়ভাবে ঘুরে যায় ম্যাচ। শেষতক রুদ্ধশ্বাস এক টাই।
হ্যামিল্টনে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে শেষ ওভারে কিউইদের দরকার ছিল ৯ রান। মোহাম্মদ শামির করা ওই ওভারের প্রথম বলেই বিশাল এক ছক্কা হাঁকিয়ে বসেন রস টেলর। ওই ছক্কাতেই ম্যাচ ঝুঁকে পড়ে নিউজিল্যান্ডের দিকে।
পরের বলে সিঙ্গেল নেন টেলর। শেষ ৪ বলে দরকার মাত্র ২ রান। হাতে ৬ উইকেট। ভারত তখন নিশ্চিত হারের মুখে। কিন্তু ওই ওভারেই তৃতীয় বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন সেট ব্যাটসম্যান উইলিয়ামসন। ৬৮ বলে ৮ চার আর ৬ ছক্কায় ৯৫ রান করে কিউই অধিনায়ক ফেরার পরই ঘুরে যায় ম্যাচ।
নতুন ব্যাটসম্যান টিম শেইফার্ট ওভারের চতুর্থ বলটি মিস করেন। পরের বলও মিস। পায়ে লেগে কোনোমতে এক রান নেন শেইফার্ট। ম্যাচ তখন টাই। শেষ বলে দরকার ১ রান। কিন্তু ওই বলে টেলরকে বোল্ড করে দেন মোহাম্মদ শামি।