রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৪৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥
রাজধানীর দক্ষিণখান থানাধীন ২৫০ পিছ ইয়াবা গায়েব হওয়ার অভিযোগ উঠে এসেছে।ঘটনার সূত্রে জানাযায় গত ৫ তারিখে আনুমানিক রাত ১০টায় আশকোনা এলাকা থেকে হুমায়ন(৩২)সহ তার সাথে থাকা অজ্ঞাত নামে ৩/৪ জনকে আটক করা করে দক্ষিণখান থানার এসআই ফয়সাল।ঘটনাস্থল থেকে মূল মাদক ব্যাবসায়ীদের ছেড়ে দিয়ে হুমায়ন নামে এক মাদক সেবনকারীকে গ্রেপ্তার দেখানো হয়।
হুমায়নের পরিবারকে এসআই ফয়সাল মুঠোফোনে ফোন দিয়ে বলেন তার কাছে ২৫০পিছ ইয়াবা পাওয়াগেছে, পরবর্তীতে হুমায়ুনের পরিবারের আর একজন লোক ফোন দিলে এসআই ফয়সাল জানায় ২২০পিছ ইয়াবা পাওয়াগেছে।
পরবর্তিতে এসআই ফয়সাল মুঠোফোনে হুমায়নের পরিবারের কাছে ২লক্ষ টাকা দাবী করে। এত টাকা হুমায়নের পরিবার না দিতে পারায়, দক্ষিণখান থানা হুমায়নকে গত ৫/৬ তারিখ আটকে রেখে এসআই ফয়সাল একলক্ষ টাকা নিয়ে ১৫ পিছ ইয়াবা দিয়ে হুমায়নকে গতকাল ৭ তারিখ সকালে দক্ষিণখান থানা হতে জেল হাজতে প্রেরণ করে।
এই বিষয়ে আমাদের প্রতিনিধি বক্তব্যের জন্যে দক্ষিণখান থানার ওসির সাথে মুঠো ফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করেও ব্যার্থ হন।