রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন
মোঃ রাশেদুল ইসলাম, পঞ্চগড়।। শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ে হিন্দু সম্প্রদায়ের দুস্থ পরিবারের সদস্যদের মাঝে উপহার হিসেবে শাড়ি, পাঞ্জাবি ,লুঙ্গি প্রদান করেছেন পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সুযোগ্য ভাইস চেয়ারম্যান মোঃ কাজী আল তারিক।
তিনি (২৪ অক্টোবর) শনিবার সন্ধ্যায়, পঞ্চগড় পৌরসভার বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন ।এবং পূজা আয়োজক কমিটির সদস্যদের সাথে কুশল বিনিময় করে তাদের কোন প্রকার সমস্যা আছে কি না এ বিষয়ে খোঁজ খবর নেন ।
এ সময় আয়োজক কমিটির হাতে নগদ অর্থ উপহার এবং ডুং ডুংগির হাট সার্বজনীন দূর্গা মন্দিরে স্থানীয় অসচ্ছল সনাতন ধর্মাবলম্বী পরিবারের সদস্যদের উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি প্রদান করেন । এ সময় কাজী আল তারিক বলেন, ধর্ম যার যার আনন্দ সবার। কোন একসময় পূজা উদযাপন করতে গিয়ে নানা ধরনের হামলার শিকার হতে হত । দুর্বৃত্তরা মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করতো ।
বর্তমান পরিবর্তন এসেছে এখন মানুষ নির্বিঘ্নে তাদের নিজস্ব ধর্ম শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারছে । সেজন্য বর্তমান সরকারের প্রশংসা করেন তিনি । পাশাপাশি বর্তমান সরকারের যে উন্নয়নের ধারা তা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে থাকার অনুরোধ জানান তিনি।
এ সময় তার সফর সঙ্গী ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা আওয়ামী লীগ এর অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মশারফ হোসেন । পৌরসভার প্যানেল মেয়র মোঃ আশরাফুল ইসলাম, পৌর যুবলীগ এর সভাপতি জনাব মোঃ হাসনাত হামিদুর রহমান সহ পৌর আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।