রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন
হাটহাজারীতে মকবুলিয়া দরবারের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী দঃ উপলক্ষে র্যালী অনুষ্ঠিত
হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়ন হযরত মকবুলিয়া আহমদীয়া আমিরিয়া দরবার শরীফ ও হযরত শাহসুফী সৈয়দ মকবুল আহমদ শাহ রহঃ সৃতি সংসদ এর উদ্যোগে পবিত্র জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী দঃ র্যালী অনুষ্ঠিত হয়।
২৫ অক্টোবর রবিবার সকাল খতমে কোরআন ও খতমে গাউসিয়া আদায়ের মাধ্যমে সকাল ১০ টা দরবার প্রাঙ্গন থেকে র্যালীটি শুরু হয়। র্যালীটি রাঙ্গামাটি সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ নং সড়ক হয়ে রেললাইন সড়ক, জুলাই পাড়া সড়ক, জামতল, ইসলামিয়া হাট, নন্দীরহাট, ফতেপুর হয়ে দরবার প্রাঙ্গনে এসে শেষ হয়। এতে এলাকার তরুন, যুবক, বৃদ্ধরা অংশগ্রহণ করে নারায়ে তকবির, নারায়ে রেসালত, নারায়ে গাউসিয়া স্লোগান ও হামদ-নাতে মুখরিত করে তোলে।
র্যালী পরবর্তী মাহফিলে ফতেপুর মকবুলিয়া আহমদীয়া আমিরিয়া দরবারের শাহাজাদা নুরুল আজম শাহ সভাপতিত্বে ও হযরত শাহসুফী সৈয়দ মকবুল আহমদ শাহ রহঃ সৃতি সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ফতপুর দারুল মদিনা মডেল একাডেমির সুপার মাওলানা মোরশেদুল আলম, মাওলানা মোস্তফা আলম, রাজনীতিবিদ মোহাম্মদ সেকান্দর মিয়া, সাংবাদিক মোহাম্মদ জামশেদ, ফতেপুর ইউপি সদস্য সাজ্জাদ, যুবনেতা ফরিদুল আলম, মোহাম্মদ সোলায়মান, মোহাম্মদ মিজান, শাহাজাদা শফিউল আলম, মোহাম্মদ হানিফ, আলী আজগর জাহেদ, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ নিশান, মোহাম্মদ জাকের, মোহাম্মদ আরমান, মোহাম্মদ তাসিন, মোহাম্মদ দুলহান প্রমুখ।
মাহফিল শেষে সালাতু সালাম, দোয়া মোনাজাত ও তবরুক বিতরণ করা হয়।