রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৬:২৩ অপরাহ্ন
মোহাম্মদ জামশেদঃ- করোনার ভাইরাস আবারো আক্রমণ শুরু করেছে। যা বিগত কয়েকদিনের করোনা ভাইরাস পরিক্ষা রিপোর্টে প্রতিয়মান হচ্ছে। এতে নমুনা সংগ্রহ করে দ্রুত ও সহজলভ্যে করোনা ভাইরাস পরিক্ষার রিপোর্টের জন্য এগিয়ে এসেছে অন্তহীন ফাউন্ডেশন। আর তাদের সার্বিক সহযোগিতা করে যাবে করোনাকালে আক্রান্ত রোগীদের সেবা, মৃতদের দাফন-কাফন, অক্সিজেন সেবা ও ত্রাণ বিতরণকারী সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ। একশত টাকা ফি দিয়ে সরকার ও সিভিল সার্জন অনুমোদিত ৬ টি ভ্রাম্যমাণ আরবান ডিসপেনসারি বুথে সকলে পরিক্ষা করতে পারবে।
২৯ নভেম্বর রবিবার সকালে চট্টগ্রাম মহানগরস্থ হালিশহর আরবান ডিসপেনসারি সম্মুখে পরিক্ষা কার্য্যক্রম শুরু হয়। সপ্তাহে ছয়দিন সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বিভিন্ন জায়গায় পরিক্ষা করা হবে। এতে শনিবার পাঁচলাইশ আরবান ডিসপেনসারি, রবিবার হালিশহর আরবান ডিসপেনসারি, সোমবার আগ্রবাদ আরবান ডিসপেনসারি, মঙ্গলবার শেরশাহ
আরবান ডিসপেনসারি, বুধবার নিউ মার্কেট স্কুল হেলথ
আরবান ডিসপেনসারি, বৃহস্পতিবার বহদ্দারহাট গাউসুল আজম আরবান ডিসপেনসারিতে নমুনা সংগ্রহ করা হবে এবং ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে স্ব স্ব আরবান ডিসপেনসারিতে বা সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এতে স্থানীয় গাউসিয়া কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত থেকে সহযোগিতা করবে।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার, করোনাকালো রোগী সেবা ও মৃতের দাফন কর্মসূচীর প্রধান সমন্বয়ক ও গাউসিয়া কমিটি বাংলাদেশের যুগ্ন মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, অন্তহীন ফাউন্ডেশনের নির্বাহী মহাপরিচালক সাইদুল হক, গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আলহাজ্ব কমর উদ্দিন সবুর প্রমুখ।