শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন
মোহাম্মদ জামশেদঃ- রাউজান উপজেলার কুন্ডেশ্বরী ঔষধালয়ের স্বত্বাধিকারী, সাবেক লায়ন গভর্নর, মুক্তিযোদ্ধা প্রফুল্ল সিংহের (পি আর সিনহা) শেষ বিদায়ে সাথী হল গাউসিয়া কমিটি বাংলাদেশ।
৪ ডিসেম্বর শুক্রবার সকালে চট্টগ্রাম ইমপেরিয়াল হাসপাতাল থেকে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা যাওয়া মুক্তিযোদ্ধা প্রফুল্ল সিং এর মরদেহ সৎকারের জন্য গাউসিয়া কমিটি বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও করোনাকালে দাফন কাজের প্রধান সমন্বয়ক আলহাজ্ব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার এর নেতৃত্বে রাউজানে নিয়ম আসা হয়।
গাউসিয়া কমিটি বাংলাদেশ দাফন-কাফন স্বেচ্ছাসেবক বায়েজিদ থানা ও রাউজান থানা টিমের মাধ্যমে সৎকার কাজে সহায়তা করা হয়। সকালে গাউসিয়া কমিটির ফ্রী এম্বুলেন্স সার্ভিস টিম মরদেহ রাউজানে পৌছায়।
সংকার সহায়তায় ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আহসান হাবীব চৌধুরী হাসান, বায়েজিদ থানা টিমের সাইফুল করিম বাপ্পা, আফজাল, রাসেল, সজীব, তাহের, রাউজান টিমের তাওহীদুল ইসলাম জব্বার, রাশেদুল আলম, মাকসুদুল আলম সুমন।
উল্লেখ্য, করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকে মানবতার নজীর স্থাপন করল গাউসিয়া কমিটি। যখন করোনা ভাইরাস আতংকে আত্বীয়-স্বজন, পরিবার-পরিজন দূরে সরে যাচ্ছিল। তখনই মানবতার তরে ও ইসলামের স্বার্থে সূফিবাদের দর্শন লালনকারী গাউসিয়া কমিটি বাংলাদেশ এগিয়ে আসে। তারা ২২ জন হিন্দু ও বৌদ্ধ ধর্মালম্বীর সৎকার করে এবং ১৫১৯ টি লাশ দাফন সম্পন্ন করেছে।