রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৫ অপরাহ্ন
হাটহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড় আজিম পাড়ার মনির হোসেনের মাতা (৯০) করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম মহানগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করায় গাউসিয়া কমিটি হাটহাজারী পৌরসভা স্বেচ্ছাসেবক টিম দাফন-কাফন করেন।
১০ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় আল্লামা গাজী শেরে বাংলা (রহঃ) মাজার প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে আজিমপাড়া আরবান আলী ফকির (রহঃ) ও চাঁন বকসু সওদাগেরর বাড়ীর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত বরণকারীর ছেলে মোঃ মনির হোসেন প্রতিবেদককে বলেন, আমার মা যখন ইন্তেকাল করেছেন তখন মায়ের দাফন কাজ কিভাবে করবো এর জন্য আমি খুবই চিন্তিত ছিলাম, পরে এক সূত্রে জানতে পারি গাউসিয়া কমিটি বাংলাদেশের পক্ষ থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের দাফন কাফন করে থাকে। জানার পরে গাউসিয়া কমিটির সাথে যোগাযোগ করলে হাটহাজারী পৌরসভা টিম এসে আমার মায়ের দাফনের কাজে তারা সহযোগিতা করেন। একাজের জন্য আমি গাউছিয়া কমিটির ভাইদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। গাউসিয়া কমিটির দাফনকাজে জড়িত নাছির উদ্দিন রুবেল বলেন, সারাদেশে ১৫শ উপরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বা উপসর্গে মৃত্যু বরণকারীদের দাফন-কাফনের কাজ করতে সক্ষম হয়েছি এবং হাটহাজারী পৌরসভায় মনির হোসেন মায়ের খবর পেয়ে দ্রুত এসে দাফনের কাজে আমরা সহযোগিতা করতে পেরে ভাল লাগছে।
দাফন-কাফনে অংশগ্রহণ করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী পৌরসভার প্রধান সমন্বয়ক মোঃ নাছির উদ্দীন (রুবেল)’র সৈয়দ মোঃ নেজাম উদ্দীন, মোঃ আব্দুল মালেক সুমন,মোঃ সুমন আলি, মুহাম্মদ মোরশেদ, মোঃ ইমতিয়াজ,মোঃ জালাল, ইমামতি করেন মাওলানা আবু তালেব আল কাদেরী। তাদের সহযোগীতা করেন মৃতের পরিবারের সদস্যবৃন্দ।