রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৬:৪৯ অপরাহ্ন
মোহাম্মদ জামশেদঃ- চট্টগ্রাম নগরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসা উদ্যোগে মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরীর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মাওলানা মুহাম্মদ ইলিয়াছ আলক্বাদেরীর সঞ্চালনায় ১৬ ডিসেম্বর বুধবার জামেয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস বাঙ্গালী জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালে পাক হানাদারদের বিরুদ্ধে বাঙ্গালীর প্রবল প্রতিরোধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মাধ্যমে অর্জিত এ বিজয় আমাদের অহংকার। তাই আজকের এ দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশমাতৃকায় জীবন উৎসর্গকারীদের।
আলোচনায় অংশ গ্রহণ করেন অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, উপাধ্যক্ষ ড. মাওলানা মোহাম্মদ লিয়াকত আলী, প্রভাষক মুহাম্মদ আবদুস সবুর, মাওলানা মুহাম্মদ মন্জুর রশিদ চৌধুরী।
এতে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ ছালেকুর রহমান আলক্বাদেরী, মাওলানা আবু তাহের মুহাম্মদ নুরুল আলম, মাওলানা মুহাম্মদ জিয়াউল হক, মুহাম্মদ মইনুল ইসলাম, মাওলানা হাফেয মুহাম্মদ আহমুদুল হক, মাওলানা মোহাম্মদ তারেকুল ইসলাম, মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন, মুহাম্মদ আবদুর রাজ্জাক, মাওলানা মুহাম্মদ নঈমুল হক, মুহাম্মদ মাঈনুল ইসলাম, ক্বারী মুহাম্মদ ইব্রাহিম, হাফেয মুহাম্মদ নুরুচ্ছাফা, মাওলানা মোহাম্মদ নাছির উদ্দিন, হাফেয মুহাম্মদ ফরিদুল আলম, হাফেয মেহাম্মদ আবুল কাশেম, হাফেয মুহাম্মদ আবদুল লতিফ, মাদরাসার অফিস সেক্রেটারী এস,এম,ওসমান গণিসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে মুনাজাত পরিচালনা করেন জামেয়ার মুহাদ্দিস মাওলানা হাফেয মুহাম্মদ আশরাফুজ্জামান আলক্বাদেরী প্রমুখ।