বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুলাদীর চর বাটামারা জমির দখল পাচ্ছে না খোরশেদা আক্তার ১৯৭১ এর মুক্তিযুদ্ধ ২০২৪ এর পুনর্জন্ম : উপদেষ্টা শারমীন এস মুরশিদ সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেনের সাথে সংবিধান সংস্কার কমিশনের সাক্ষাৎ মিথ্যা মামলার হয়রানি থেকে মুক্তি চায় আলি আকবার পরিবারবর্গ জলবায়ু পরিবর্তন রোধে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে : উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অর্ন্তবর্তী সরকারের অন্যতম কাজ শহীদ পরিবারকে সহায়তা ও আহতদের পরিপূর্ন চিকিৎসা : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা আবারো এলডিপির যুগ্ম মহাসচিব হলেন সালাহ উদ্দীন রাজ্জাক যৌথ অভিযানে ভোলায় অস্ত্রসহ দুই ডাকাত আটক নারীর প্রতি সহিংসতা সামজিক ব্যাধি দুর করতে হবে : উপদেষ্টা শারমীন এস মুরশিদ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর বাড়িয়ে বিজ্ঞপ্তি

শ্রমিকদের বাধায় বিআরটিসি বাস উদ্বোধন করলেন ব্যারিস্টার আনিস এমপি

হাটহাজারীতে সরকারী বিআরটিএ’র বাস উদ্ভোধনের সময় শ্রমিকদের বাঁধার মুখে ফিরে গেছে তিনটি বাস।উদ্ভোধনের পূর্ব মুহুর্তে বিআরটি বাস চাকলদেরও মারধর করে শ্রমিকরা। শনিবার(১৯ডিসেম্বর)সকাল ১১টার সময় বাসস্টেশন মোড়ে স্থানীয় এমপি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ উদ্ভোধন করতে চাইলে শ্রমিকনেতা ও চালকদের বাঁধার মুখে উদ্ভোধন করা সম্ভব হয়নি।পরে উপজেলা পরিষদের সামনে বিআরটির বাস তিনটি উদ্ভোধন করেন তিনি।সেখান থেকে বাসে এমপি বসে থাকা অবস্থায় বাস যাত্রী নিতে বাসস্টেশন চত্বরে আসলে আবারো বাঁধা দিলে কোন যাত্রী নিতে পারেনি।নতুন তিনটি বাস সেখান থেকে খালি বিআরটিএতে ফিরে যান।

স্থানীয় শ্রমিকদের দাবি দীর্ঘদিন ধরে তারা বাসস্টেশন থেকে বাসে যাত্রী নেয় চট্টগ্রাম নগরীতে।সরকারী কাজে যতবার প্রয়োজন হয় গাড়ি শ্রমিক নেতারা দেয়। কয়েকশত বাস স্টেশনে থাকার পরেও কেন আবারো ২তলা বিশিষ্ট্য বিআরটির গাড়ি এসড়কে দেবে? করোনাকালীন পরিবার নিয়ে যে কষ্টে দিন কাটিয়েছি তা বলার ভাষা নেয়।সে কষ্ট কাটিয়ে উঠতেই অযথা তিনটি বাস দিয়ে আমাদের পেটে লাত্তি মারছে। বিআরটির বাসগুলো যদি বাসস্টেশন থেকে যাত্রী নেয় তাহলে সব সময় এখানে যানজট সৃষ্টি হবে।আর আমরা কোন যাত্রীও পাইবনা।কেননা এখানে অনেক বাস তার পাশাপাশি হাজারেরও অধিক সিএনজি অটোরিকশা। যেন মরার উপরে ঘা।

এদিকে উদ্ভোধনের সময় প্রায় কয়েকশত বাস শ্রমিকরা জড়ো হয়ে সকড় অবরোধ করে স্থানীয় এমপি আনিসের উপস্থিতিতে। তারা দাবি করেন বাসস্টেশন থেকে কোন যাত্রী নিতে পারবেনা। যদিও এসড়কে বিআরটির গাড়িগুলো চলাচল করে যাত্রী কলেজ গেইট থেকে নিতে হবে অন্যথায় সড়ক অবরোধ করে পুরো হাটহাজারী অচল করে দেয়া হবে বলেও শ্রমিরা হুশিয়ারী দেন। তারা আরো বলেন, সড়কে কোন সমস্যা হলে আমাদের গাড়ি ভাংচুর করে, কোন বিআরটির গাড়ি ভাংচুর হয়না।আমরা ক্ষতির সম্মুখিন হয়।তাই শ্রমিকদের দাবি বাসস্টেশন থেকে বিআরটির কোন গাড়ি যাত্রী নিতে পারবেনা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 ithostseba.com
Design & Developed BY Hostitbd.Com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com