বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন
হাটহাজারী উপজেলার ১০ নং উত্তর মাদার্শা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আনিস চৌধুরী বাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ১৩ টি ঘর ভস্মীভূত হয়ে যায়।
১৪ ফেব্রুয়ারী দুপুর প্রায় ১ টার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এলাকাবাসী ও ফায়ার স্টেশন সূত্রে ধারণা করা হয় যে, গ্যাসের চুলা থেকে আগুনের উৎপত্তি হয়। এতে মাহবুবুল আলম, শহিদুল আলম, সাজ্জাদ, মোহাম্মদ রফিক, কফিল উদ্দিন, হেলাল উদ্দিন, বদিউল আলম, ফোরকান আহমদ, জামাল উদ্দিন, ফরিদুল ইসলাম, মোহাম্মদ হান্নান, মোহাম্মদ মনছুর, আইয়ুব এর ঘর সম্পূর্ণ আগুনে ভস্মীভূত হয়ে যায়। এতে প্রায় ২০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়। এর মধ্যে ফরিদুল ইসলাম, মোহাম্মদ হান্নান, মোহাম্মদ মনছুর, আইয়ুব এর ঘর খালী থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়। তবে অন্যান্য ঘরের সবকিছু আগুনে পুড়ে যায়।
পরে হাটহাজারী অগ্নি নির্বাপক দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।