রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৮:১৪ পূর্বাহ্ন
খেলাধুলা ডেস্ক ।।
খুব বেশি রান হলো না ইন্ডিপেন্ডেন্স কাপ ক্রিকেটের ফাইনালে। আগে ব্যাট করা বিসিবি সাউথ জোন অলআউট হয়ে গেছে ১৬৩ রানে। বাংলাদেশ ক্রিকেট লিগের পর ইন্ডিপেন্ডেন্স কাপেও চ্যাম্পিয়ন হয়ে ঘরোয়া ডাবল জিততে ওয়ালটন সেন্ট্রাল জোনকে করতে হবে ১৬৪ রান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কুয়াশাভেজা কন্ডিশনে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সেন্ট্রাল জোনের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। বোলিংয়ে নেমে শুরুটা তেমন ভালো না হলেও ক্রমেই সাউথ জোনকে চেপে ধরে সেন্ট্রালের বোলাররা।
উদ্বোধনী জুটিতে ১১.৫ ওভারে ৫১ রান যোগ করে ফেলেছিলেন সাউথের দুই ওপেনার এনামুল হক বিজয় ও পিনাক ঘোষ। নাজমুল ইসলাম অপুর বলে এনামুল বিজয় লেগ বিফোরের ফাঁদে ধরা পড়লে ভাঙে উদ্বোধনী জুটি। বিজয় ৩৪ বলে করেন ২০ রান।
এরপর আর তেমন কোনো বড় জুটির দেখা মেলেনি সাউথের ইনিংসে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান আসে পিনাকের ব্যাট থেকে। দলীয় ৬৪ রানের মাথায় সৌম্য সরকারের বলে মোহাম্মদ মিঠুনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।