রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০২:৪০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ।।
নতুন বছরের প্রথম ও একাদশ জাতীয় সংসদের ১৬তম অধিবেশন শুরু হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ রবিবার বিকাল ৪টায় জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা যোগ দিয়েছেন।
এর আগে প্রেসিডেন্ট প্লাজা দিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ সংসদ ভবনে স্বাগত জানানো হয়। সংবিধানের ৭৩ অনুচ্ছেদ অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে তিনি ভাষণ প্রদান করছেন।
করোনাকালের স্বাস্থ্যবিধি মেনে কোভিড-১৯ টেস্ট সনদ দেখিয়ে তালিকাভুক্ত এমপি, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকরা সংসদে প্রবেশ করেন। ট্যানেলের গেটে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হয়েছে সবাইকে। অধিবেশন কক্ষে নির্দিষ্ট আসন ফাঁক রেখে এমপিরা আসন গ্রহণ করেছেন। সবার মুখে মাস্ক আছে কীনা না নিশ্চিত করা হয়েছে। স্বাস্থ্যবিধি রক্ষার এ ধারাবাহিকতা প্রতিটি বৈঠকে অব্যাহত রাখা হবে।
রাষ্ট্রপতির ভাষণের পর সংসদের অধিবেশন মুলতবি করা হবে। পরবর্তী কার্যদিবসের রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আনা হবে এবং অধিবেশন শেষ হওয়া পর্যন্ত প্রস্তাবের ওপর আলোচনা অব্যাহত থাকবে।