বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০১:৫৪ অপরাহ্ন
ডেস্ক নিউজ ।।
এখন থেকে মাসিক ব্যাচ ডাটা পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে সিস্টেমে আপলোড করতে হবে। এর আগে এ তথ্য দিতে হতো পরবর্তী মাসের ২০ তারিখের মধ্যে।
অর্থাৎ মাসিক ব্যাচ ডাটা দেওয়ার সময়সীমা পাঁচ দিন কমেছে। সিআইবি রিপোর্টের ঋণতথ্য আরও হালনাগাদ করার লক্ষ্যে সিআইবি ডাটাবেইজের সময়সীমা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন বিভাগ মাসিক ব্যাচ ডাটা দেওয়ার সময়সীমা কমিয়ে একটি নির্দেশনা দিয়েছে।
তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সিআইবি রিপোর্টের ঋণতথ্য হালনাগাদ করতে এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনায় বলা হয়, চলতি বছর (২০২২) ব্যাচ বা তদপরবর্তী প্রতিটি মাসিক ব্যাচ কন্ট্রিবিউশন পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে সিআইবি অনলাইন সিস্টেমে আপলোড করতে হবে।
একইসঙ্গে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে এক টাকা বা তদুর্ধ্ব বকেয়া স্থিতিসম্পন্ন ঋণতথ্য (পজিটিভ বা নেগেটিভ ক্রেডিট কার্ডের ডাটাসহ) পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে সিআইবি অনলাইন সিস্টেমে আপলোড করতে হবে।