বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:২৩ অপরাহ্ন
কাগজের সংবাদ ডেস্ক ।।
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারক, প্রবীণ আইনজীবী ও সাবেক মন্ত্রী টি এইচ খানের জানাজা সম্পন্ন হয়েছে। আজ সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আপিল বিভাগ ও হাই কোর্ট বিভাগের বিচারপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা অংশ নেন।
জানাজা শেষে ফুলেল শ্রদ্ধায় চিরবিদায় জানান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিসহ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবীরা।
জানা গেছে, ঢাকার মোহাম্মদপুরে আরেকটি জানাজা হবে টি এইচ খানের। এরপর ময়মনসিংহের হালুয়াঘাট সদরে জানাজা শেষে ঔটি গ্রামের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
গত রবিবার সন্ধায় ঢাকার কল্যাণপুরে স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান টি এইচ খান। প্রবীণ এই আইনজীবীর মৃত্যুতে আজ সোমবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ রাখা হয়।