রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন
খেলাধুলা ডেস্ক ।।
আজ ঢাকা আর চট্টগ্রাম ম্যাচ শেষ হতেই ক্রিকেট পাড়ায় চাঞ্চল্যকর খবর, টি-টোয়েন্টি ফরম্যাটে আর খেলবেন না তামিম ইকবাল। আবার কেউ কেউ বলছেন এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশসেরা ওপেনার।
আজ (শনিবার) রাতে বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আর মিনিস্টার ঢাকার ম্যাচ শেষে বেরিয়ে যাওয়ার সময় শেরে বাংলার গেটে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের এক পর্যায়ে বিসিবি সভাপতি বলেন, ‘তামিম আমাকে বলেছে যে, আপনি আমাকে টি-টোয়েন্টি ফরম্যাটে জোর করবেন না। আপনি বললে আমাকে আসতেই হবে। তবে আমি আসলেই এই ফরম্যাটে খেলতে চাই না।’
তবে তামিমের এই কথাটা বিপিএল চলার সময়ে নয়। এটা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের কথা। তখন তামিমকে দলে ফেরাতে চেয়েছিলেন পাপন। সেই সময় তামিমকে আকার ইঙ্গিতে অধিনায়ক হওয়ার প্রস্তাবও নাকি দেওয়া হয়েছিল।
তার মানে আনুষ্ঠানিক অবসর না হলেও তামিমের টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ ধরে নেওয়া যায়। এখন তামিম যদি সিদ্ধান্ত পাল্টানোর ঘোষণা না দেন, তবে বুঝতে হবে তিনি আর লাল-সবুজ জার্সি গায়ে চাপিয়ে টি-টোয়েন্টি খেলবেন না।