রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:২৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ।।
ভালোবাসা দিবস উপলক্ষে নবাগত পরিচালক ‘ম ম পৃথ্বী’ পরিচালিত প্রথম নাটক ‘মেঘের অভ্র’ মুক্তি পেল বিএমসি ফিল্মস এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
নাটকটির গল্প লিখেছেন ‘ইমতিয়াজ আরিয়ান’ এবং প্রযোজনা করেছেন কবির আহমেদ হীরা খান। প্রেমের এক অপূর্ণতার গল্প এবং সমাজের এক কালো দিক নিয়েই মূলত নাটকটি রচিত হয়েছে।
মূল চরিত্রে অভিনয় করেছেন ‘আজাইরা লিমিটেড’ খ্যাত জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা ‘প্রত্যয় হিরন’ এবং অভিনেত্রী ‘মাখনুন সুলতানা মাহিমা’। চিত্রনাট্য করেছেন ‘ম ম পৃথ্বী’, ‘তানজিম হাসান তূর্য্য’, ‘নিলয় হায়দার’। চিত্রগ্রহণ করেছেন ‘আমির হামজা’ এবং সম্পাদনা করেছেন ‘আরিফিন সরকার’।সহযোগী পরিচালক ‘তানজিম হাসান তূর্য্য’। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ‘রাজ আরিয়ান’ এবং ‘জাভেদ গাজী’।
নাটকটি নিয়ে পরিচালক পৃথ্বী আমাদের জানান এটি তার প্রথম ফিকশন। স্বপ্ন আছে বহুদূর পাড়ি দেওয়ার। দেশের নাটক ও সিনেমা ইন্ডাস্ট্রিকে আন্তর্জাতিক মানের সাথে ভারসাম্য পূর্ণ রেখেই কাজ করতে চান তিনি। বিশেষ ভাবে তিনি কৃতজ্ঞতা জানান নাটকটির প্রযোজক কবির আহমেদ হিরা খান কে তার মত নতুন পরিচালক এর উপর আস্থা রাখার জন্য।
উল্লেখ্য যে প্রযোজক হিসেবে এই নাটকের মাধ্যমেই কবির আহমেদ এর আত্মপ্রকাশ।জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রী হওয়া সত্ত্বেও যে প্রত্যয় ও মাহিমা তার মত নবাগত পরিচালক এর উপর বিশ্বাস রেখে কাজ করেছেন তার জন্যও বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন পরিচালক পৃথ্বী ।