বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:৪৪ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক ।।
ইউক্রেনে রাশিয়া এখনো হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সাথে তিনি আরও বলেছেন, রুশ হামলায় ইউক্রেনে ব্যাপক মানবিক ক্ষয়ক্ষতি হতে পারে।
জো বাইডেন বলেন, এ অবস্থায় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত আছে যুক্তরাষ্ট্র। বাইডেনের দাবি, এখনো ইউক্রেন সীমান্তে দেড় লাখ সেনা মোতায়েন করে রেখেছে রাশিয়া। কিছু সেনা সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে মস্কো। তবে সে বিষয়টি নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন বাইডেন। তার মতে, এই দাবির কোনো প্রামাণিক ভিত্তি নেই। তিনি বলেন, ‘রাশিয়া সেনা প্রত্যাহার করলে সেটা ভালো সিদ্ধান্ত। তবে এই খবরের কোনো প্রমাণ আমাদের হাতে নেই। রাশিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকেও কোনো নিশ্চয়তা আমরা পাইনি। সাথে আমাদের বিশ্লেষকরা বলছেন, এখনো ইউক্রেন যথেষ্ট ঝুঁকিতে আছে।’
এদিকে মঙ্গলবার ওয়েবসাইটে এক বিবৃতিতে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের দুইটি ব্যাংকে সাইবার হামলা চালানো হয়েছে। তবে কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তথ্য দিতে পারেনি ইউক্রেন। বিবিসির খবর বলছে, রাশিয়া সীমান্তে সেনা মোতায়েনের পর থেকেই ইউক্রেনের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে সাইবার হামলার ঘটনা ঘটেছে।