শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:১০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক ।।
ভারতের গুজরাট রাজ্যে ২০০৮ সালে ভয়াবহ সিরিজ বোমা হামলার ঘটনায় ৩৮ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বিশেষ ওই আদালতের রায়ে ৪৯ অভিযুক্তের অধিকাংশকেই সর্বোচ্চ শাস্তি দেয়া হয়েছে।
বিশেষ আদালতের বিচারক এআর প্যাটেল বাকি ১১ জনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ৪৯ জনকে দোষী সাব্যস্ত করা হয়। বাকি ২৮ জনকে বেকসুর খালাস দেয় আদালত।
২০০৮ সালের ২৬ জানুয়ারি ৭০ মিনিটে চালানো ২১টি বোমা হামলায় ৫৬ জন নিহত হয়েছিলেন। আহত হয়েছেন দুই শতাধিকের বেশি মানুষ।