রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ১২:৪৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ।।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষ্যে আজ বায়তুল
মুকাররম জাতীয় মসজিদে আলোচনা, কুরআনখানি, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো: ফরিদুল
হক খান। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোঃ মুশফিকুর রহমান ।
উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: মতিউল ইসলাম এবং ইসলামিক
ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক ফারুক আহমেদ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি
মাওলানা মিজানুর রহমান। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের পরিচালকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারি ও
সাধারণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
এর আগে আজিমপুর কবরস্থানে ভাষা শহিদদের রূহের মাগফেরাত কামনায় কুরআনখানি,
দোয়া ও মুনাজাতের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন।অন্যদিকে মহান শহিদ দিবস ও
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আজ দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের
আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।