রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:১৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ।।
আমাদের প্ল্যান করার সময়ই ফুটপাত দখল হয়ে যায়। এটা দুর্ভাগ্যজনক আমাদের যারা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টরা যখন কোনো প্ল্যান করবেন অন্তত ফুটপাতটা যেন মানুষের হাঁটার যোগ্য থাকে দখল না হয় যেদিকে দৃষ্টি দিয়েই করতে হবে।
রোববার (৬ মার্চ) সকাল ১১ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) নতুনভাবে অন্তর্ভুক্ত ১৮টি ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার নির্মাণ এবং উন্নয়ন (ফেজ-১) শীর্ষক প্রকল্পের কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম ।
এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা-১৮ আসনের সাংসদ আলহাজ হাবিব হাসান, সংরক্ষিত মহিলা আসনের এমপি শবনম জাহান শিলা। এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর সহ আওয়ামীলীগের নেতা কর্মীরা।