শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০২:৩৩ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক ।।
রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনে হামলার পর যুক্তরাজ্য ইউক্রেনকে নানাভাবে সমর্থন দিচ্ছে। ইউক্রেনের শরণার্থী নিতে যুক্তরাজ্য দেশটিতে বিমান পাঠানোর সিদ্ধান্তও বিবেচনা করছে।
তবে লন্ডনে নিয়োজিত ইউক্রেনের রাষ্ট্রদূত যুক্তরাজ্যকে শরণার্থী নেওয়ার জন্য বিমান পাঠানোর পরিবর্তে যুদ্ধবিমান সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন।
ইউক্রেনের রাষ্ট্রদুত ভাদিম প্রিস্টাইকো বলেছেন, শরণার্থী নেওয়ার জন্য বিমান পাঠানোর থেকে যুদ্ধবিমান পাঠালে বেশি উপকার হবে।
ইউক্রেনের রাষ্ট্রদূতকে প্রশ্ন করা হয়— তার দেশের শরণার্থী নিতে পোলান্ড অথবা রোমানিয়ায় বিমান পাঠানো দেখতে চান কিনা তিনি। এই প্রশ্নের জবাবে ব্রিটিশ সংসদের স্বরাষ্ট্রবিষয়ক কমিটিকে ভাদিম প্রিস্টাইকো বলেন, আপনারা যদি বিমান পাঠাতে চান তাহলে এফ-১৬ যুদ্ধবিমান পাঠান।
প্রসঙ্গত, রুশ আক্রমণ প্রতিহত করতে ইউক্রেন মিত্র দেশগুলোর কাছে যুদ্ধবিমান সহায়তা চাচ্ছে।
ইউক্রেনের এই রাষ্ট্রদূত যুক্তরাজ্যের প্রতি শরণার্থীদের জন্য ভিসা শর্ত প্রত্যাহারেরও আহ্বান জানিয়েছেন।